একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার পক্ষে একান্ত গর্বের দিন। এই ভাষাকে ভালোবেসে অনেক শিল্পীর মতো চিত্তপ্রসাদও অসামান্য কিছু কাজ করে গেছেন। তাদের মধ্যে থেকে দুটি ছবিকে আমরা ফিরে ফিরে দেখতে চাই। প্রথম ছবিটির বিষয় একটি শিশুর হাতেখড়ি, অর্থাৎ যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশুর ভাষাশিক্ষার সূচনা হয় — সেইরকম একটি উৎসবের ছবি এঁকেছেন শিল্পী। দ্বিতীয় ছবিটি দুটি ভাইবোনের, যাদের মধ্যে একজন একাগ্রমনে খাতায় লিখছে ভালোবাসার বর্ণমালা। দ্বিতীয়জনের হাতে একগুচ্ছ ধান ও কিছু ফুল। দুটি ছবিতেই মাতৃভাষা চেতনার অপূর্ব আবেগ প্রকাশিত হয়েছে। এই বছর চিত্তপ্রসাদের জন্মশতবর্ষে এই দুটি ছবি দিয়ে আমরা একই সঙ্গে শিল্পী ও বাংলাভাষাকে শ্রদ্ধা নিবেদন করছি।
(প্রথম ছবিটি ১৯৫৪ সালে আঁকা, দ্বিতীয়টি ১৯৫১-তে। দুটি ছবিরই মাধ্যম লিনোকাট।)