উদ্ভাস সবসময় নতুন নতুন মাধ্যমে কাজ করতে চায়। আর সবার কাছে চিত্রচর্চা পৌঁছে দিতে গত ১৯ এপ্রিল, ২০১৫-তে হোয়াট্সঅ্যাপে ‘উদ্ভাস’ নামের একটি গ্রুপ তৈরি করা হয়। শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সদস্যদের অংশগ্রহণ ও উদ্ভাসের লক্ষ্য এই গ্রুপকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। উদ্ভাসের ওয়েবসাইটে সেই গ্রুপকে তুলে রাখার কাজ শুরু হলো। সম্পাদিতরূপে ‘উদ্ভাস’ গ্রুপের সেই স্বাদ-ই ‘হোয়াট্সঅ্যাপের আড্ডা’। প্রাথমিক কাজ শুরু হয়েও থমকে গিয়েছিল, তাই পর্বে পর্বে গুছিয়ে নেওয়া।
আলোচনা
কালীঘাটের পট
শিল্পী
রণেন আয়ান দত্ত
এই পেজটি এখনও সম্পাদনা করা হচ্ছে, আগামীতে বেশকিছু পরিবর্তন পাওয়া যাবে।