রঙ নিয়ে তথ্যানুসন্ধানে নেমেছেন মৃণাল নন্দী। নতুন ভাবে রঙকে চেনার জন্য। রঙের ইতিকথার কাহিনী পর্বে পর্বে।
পর্ব ১ : রঙের দুনিয়া
রঙের দুনিয়ার সঙ্গে মানুষের পরিচয়ের কাহিনী রয়েছে এই সূচনা-পর্বে। মানুষের সঙ্গে রঙের সম্পর্কের কথা দিয়ে শুরু। তারপর একরাশ প্রশ্ন …
পর্ব ২ : রঙের পরিচয়
মানুষ কেমন করে রঙ ব্যবহার করতে শিখল, শুরু থেকে আজ পর্যন্ত রঙের বিবর্তনের একটি সংক্ষিপ্ত পরিচিতি এই পর্বে।
পর্ব ৩ : রঙের গুহা
গুহাচিত্র, সেখানে রঙের ব্যবহার আর আজকের দিনেও সেগুলির অপরিহার্যতা নিয়েই আলোচনা এই পর্বে।
পর্ব ৪ : রঙের বিজ্ঞান
রঙ আসলে ঠিক কি? কিভাবে ধরা দেয় মানুষের চোখে। আমরা কিভাবে আমাদের দুনিয়াকে রঙীন দেখি তারই গল্প এখানে।
পর্ব ৫ : প্রকৃতির রঙ ও কারখানার রঙ
প্রকৃতিই ছিল রঙের উৎস, কিন্তু সেখান থেকে ক্রমবিবর্তনে কারখানার তৈরি রঙে মানুষ কিভাবে মজে গেল তারই কাহিনী এই পর্বে।
পর্ব ৬ : রঙের শ্রেণীবিভাগ
মৌলিক রঙ, প্রাথমিক রঙ, শিল্পীদের রঙ এমন নানাভাগে রঙকে ফিরে ফিরে দেখা এই পর্বে। কেমন করে রঙের সঙ্গে রঙ মিশে রঙ হয় তারও কথা-কাহিনী।
পর্ব ৭ : মাটির রঙ
চাকা আবিষ্কারের মতোই রঙ আবিষ্কার ও তাতে সভ্যতার গল্প ছবিতে তোলার কাহিনী।
পর্ব ৮ : টেম্পেরা ও ফ্রেসকো
চিত্রকলার দুটি শাখা টেম্পেরা ও ফ্রেসকো নিয়ে বিস্তারিত আলোচনা।
পর্ব ৯ : তেলরঙ
তেলরঙ নিয়ে বিস্তারিত আলোচনা ও তেলরঙের গল্প।
পর্ব ১০ : জলরঙ
তেলরঙের পরে এবার গল্প জলরঙের। চিত্রকলায় তার প্রভাব নিয়েও আলোচনা।
পর্ব ১১ : প্যাস্টেল
ছোটোবেলায় যে রঙের সঙ্গে প্রথম পরিচয় হয় সেই প্যাস্টেল রঙের কাহিনী এখানে।
পর্ব ১২ : অ্যাক্রিলিক
রঙের দুনিয়ায় নবতম সংযোজন অ্যাক্রিলিক। সেই নিয়েই এই পর্ব।
পর্ব ১৩ : রঙের চাকা
রঙের চাকার কাহিনী বা ‘কালার হুইল’। ইতিহাস ও বিজ্ঞানের সংমিশ্রণ।
পর্ব ১৪ : রঙের প্রতীক
রঙের প্রতীক নিয়ে আমাদের সকাল থেকে রাত কাটে প্রতিদিনই। নিজের অজান্তেই সেসব প্রতীক জানান দেয় রঙের উপস্থিতি আমাদের জীবনে। সেই নিয়েই আমাদের এবারের আলোচনা।